Purple Sunbird Male in Eclipse Plumage

প্রজনন ঋতুতে ছেলে পাখিরা চকচকে দেখতে হন। স্বাভাবিক ব্যাপার। সুন্দর দেখতে হলে, বৌমাদের ইম্প্রেস করা যায়। তারপর এইসব পেরেম বা বিয়ে ইত্যাদি মিটে গেলে একলিপ্স প্লামেজের সময়। এসময় ছেলেরা ম্রিয়মান বা নারীদের মতন রং পান। তরুনকালে অনেক পুরুষকে দেখবেন টগবগে টাট্টু চেহারা, স্মার্ট, রঙ্গীন। বিবাহপরবর্তী কালে সেই লোকের খুস্কি চুল, অযত্নলালিত মুখ, মেট্রোডেয়ারীর দুধের প্যাকেট, দশ টাকার ঠাকুরের ফুল….এই হয়ে যায় চিত্র। পুরো সূর্য্য রাহুর গ্রাসে।

Purple Sunbird Male eclipse plumage
Purple Sunbird Male

পার্পল সানবার্ড বা দুর্গাটুনটুনি ঘন বর্ণের পাখি। প্রজনন পরবর্তী ঋতুতে ওদেরও দেহের বর্ণেও গ্রহণের ছাপ পড়ে যায়।

0 comments on “Purple Sunbird Male in Eclipse PlumageAdd yours →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *